Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

প্রধান কার্যাবলী:

* আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
* অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
* কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
* পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
* স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
* জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎইত্যাদি সংরক্ষণ।
* ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
* জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
* সব ধরনের শুমারী পরিচালনা।

বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।

 

 

ঐচ্ছিককার্যাবলী:

পাঁচশালাও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী।

০২

পল্লীঅবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণ।

০৩

শিক্ষাএবংপ্রাথমিকওগণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।

০৪

স্বাস্থ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।

০৫

কৃষি,মৎস্যও পশুসম্পদও অন্যান্য  অর্থনৈতিক উন্নয়নে   প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

০৬

মহামারী,নিয়ন্ত্রনও দুর্যোগব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

০৭

কর,ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।

০৮

পারিবারিক বিরোধনিরসন,নারীও শিশু কল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রমসম্পাদন।

০৯

খেলাধুলা,সামাজিক উন্নতি সংস্কৃতিইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনওসহযোগিতা প্রদান।

১০

পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ।

১১

আইন-শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কাযক্রম গ্রহণ।

১২

জন্ম-মৃত্যু  নিবন্ধীকরণ।

১৩

সরকারিস্থান, উন্মুক্তজায়গা,উদ্যানওখেলারমাঠেরহেফাজতকরা।

১৪

ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো।

১৫

বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

১৬

কবরস্থান,শ্মশান,জনসাধারণের সভারস্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।

১৭

জনপথ,রাজপথ ও সরকারি স্থানে অনথিকার প্রবেশরোধ  এবংএইসবস্থানে উৎপাতওতাহারকারণবন্ধকরা।

১৮

জনপথ ও রাজ পথের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।

১৯

গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ,অপসারণ ও ব্যাবস্থাপনা নিশ্চিতকরা।

২০

অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসানিয়ন্ত্রণ।

২১

মৃতপশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশুজবাই  নিয়ন্ত্রণ।

২২

ইউনিয়নে নতুন বাড়ী,দালান নির্মান ও পুনঃনির্মান  এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন।

২৩

কূয়া,পানি তোলারকল,জলাধার,পুকুর এবং  পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

২৪

খাবার পানির উৎসের দূষণ রোধএবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর  সন্দেহযুক্তকূপ,পুকুরবাপানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা।

২৫

খাবার পানির জন্য সংরক্ষিতকূপ,পুকুর বা  পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল

কাপড় কাচাঁ বা পশুগোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৬

পুকুরবাপানিসরবরাহেরঅন্যান্যস্থানেবানিকটবর্তীন্থানেশন, পাটবাঅন্যান্যভিজানোনিষিদ্ধ  নিয়ন্ত্রণকরা।

২৭

আবাসিকএলাকারমধ্যেচামড়ারংকরাবাপাকাকরানিষিদ্ধবানিয়ন্ত্রণকরা।

২৮

আবাসিকএলাকারমাটিখননকরিয়াপাথরবাঅন্যান্যবস্তুউত্তোলননিষিদ্ধবানিয়ন্ত্রণকরা।

২৯

আবাসিকএলাকায়ইট,মাটিরপাত্রবাঅন্যান্যভাটিনির্মাননিষিদ্ধবানিয়ন্ত্রণকরা।

৩০

অগ্নি,বন্যা,শিলাবৃষ্টিসহঝড়, ভূমিকম্পবাঅন্যান্যপ্রাকৃতিকদূর্যোগমোতাবিলায়প্রয়োজনীয়তৎপরতাগ্রহনওসরকারকেসার্বক্ষনিকসহায়তাপ্রদান।

৩১

বিধবা,এতিম,গরিবওদুঃস্থব্যাক্তিদেরতালিকাসংরক্ষনওসাহায্যকরা।

৩২

সমবায়আন্দোলনওগ্রামীণশিল্পেরউন্নয়নউৎসাহপ্রদান।

৩৩

বাড়তিখাদ্যউৎপাদনেরব্যবস্থাগ্রহন।

৩৪

গবাদিপশুরখোয়ারনিয়ন্ত্রনওরক্ষনাবেক্ষণেরব্যবস্থাকরা।

৩৫

প্রাথমিকচিকিৎসাকেন্দ্রেরব্যবস্থাকরা।

৩৬

ইউনিয়নেরবাসিন্দাদেরনিরাপত্তা,আরাম-আয়েশবাসুযোগসুবিধারজন্যপ্রয়োজনিয়অন্যান্যব্যবস্থা গ্রহন।

৩৭

ই-গভর্ণেন্সচালুউৎসাহিতকরণ।

৩৮

ইউনিয়নপরিষদেরমতসদৃশকাজেনিয়োজিতঅন্যান্যসংস্থারসাথেসহযোগিতাসম্প্রসারণ।

৩৯

সরকারকর্তৃকসময়েসময়েআরোপিতদায়িত্ববলী।