Wellcome to National Portal

 ০৬ নং পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  তথ্য বাতায়নে  আপনাকে স্বাগতম  -------------জরুরী প্রয়োজনে..............০১৭৭৪৬৯৭০৭০

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

পাটিকাপাড়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা

 

লালমনিরহাট জেলার  হাতীবান্ধা উপজেলার দক্ষিণ-পশ্চিম কোনে ৬নং পাটিকাপাড়া ইউনিয়নটি একটি পশ্চাৎপদ ইউনিয়ন। আয়তন প্রায় ২২.২৭ বর্গ কিলোমিটার।  এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার প্রধান হল সড়ক পথ, এছাড়াও রেল ও নৌপথ রয়েছে। হাতীবান্ধা উপজেলা থেকে  আলিমুদ্দিন ডিগ্রী কলেজের পাশ দিয়ে দক্ষিণ কোণে সড়ক পথে এই ইউনিয়নে আসতে হয়। এছাড়াও লালমনিরহাট জেলা শহর হইতে রেল পথে স্টেশনে নেমে  পারুলিয়া স্কুল এন্ড  কলেজের  গাঁ ঘেসে  পশ্চিম কোণ হয়ে উত্তরে সড়ক পথে ইউনিয়নে আসতে হয়। জেলা শহর হতে এ ইউনিয়নের দুরত্ব প্রায় ৪৫ কিঃমিঃ।