ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম
হাতীবান্ধা, লালমনিরহাট- ০৬ সেপ্টেম্বর ২০১৫
অবশেষে বহুল কাঙ্খিত সেই কমিটি আজ ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর প্রথম দিনেই গঠিত হলো । মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান স্যার ঢাকায় সেমিনারে অংশগ্রহন করায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জনাব মো: আজিজুর রহমানের সদয় সম্মতক্রিমে কমিটি গঠন করা হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনা্ব ফেরদৌস আহমেদ ও উপজেলা টেকনিশিয়ান জনাব রেজাউল করিম এবং হাতীবান্ধা ২নং স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোহেল রানা।
হাতীবান্ধা উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের নবগঠিত কমিটি নিম্নরুপ::
১। সভাপতি: মো: আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন।
সহ: সভাপতি: মো: মহসিন আলী।
২। সাধারণ সম্পাদক: শ্রী পবীত্র কুমার রায়।
৩। সাংগঠনিক সম্পাদক: হাফিজার রহমান রনজু।
৪। মহিলা বিষয়ক সম্পাদক: মোছা: লাবন্য আক্তার।
সহ মহিলা বিষয়ক সম্পাদক: মোছা: হাছিনা খাতুন।
৫। কোষাধ্যক্ষ: শ্রী তুপারাম বর্মন।
৬। প্রচার সম্পাদক: মো: জাকিরুল ইসলাম।
সহ: প্রচার সম্পাদক: মো: ইমরান হোসেন।
৭। কার্যকরী সদস্য:
১/ মো: কাইয়ুম হোসেন।
২/ মো: রাশিদার রহমান।
৩/ মো: মিজানুর রহমান।
৪/ মো: রিয়াদ ইমাম জাকারিয়া।
৫/মো: আসাদুজ্জামান বাবু।
৮।সদস্য:
১/মো: নয়ন মিয়া।
২/মোছা: হাসিনা খাতুন।
৩/ মোছা: রুবি বেগম।
৪/ মোছা: রেবা চৌধুরী।
৫/ নিশা রানী।
৬/ তুষার কুমার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস