মহান ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন ও সফল করার জন্য সবাইকে আন্তরিক আহ্বান
বিস্তারিত
ইউনিয়ন ডিজিটাল সেন্টার পাটিকাপাড়ার পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন ও সফল করার জন্য সবাইকে আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
পিচ করা কাল পথ
একুশ তুমি গাও শহীদের গান, একুশ তুমি দাও তাদের সম্মান।
যেদিন তারা সবকিছু ভূলে নিয়েছিল পরম আত্মত্যাগের পথ, তাজা রক্তে রঞ্জিত করেছিল- পিচ করা কাল পথ।
একুশ তুমি গাও শহীদের গান, একুশ তুমি দাও তাদের সম্মান। ০২/০১/১৯৮৪খ্রি: "বাংলা আমার ভাষা"