আজ আকস্মিক আমার ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে গেলেন জনাবনিলিমা আখতার, মাননীয় ডাইরেক্টর, প্রধান মন্ত্রীর কার্যালয়, তেজগাও, ঢাকা-১২১৫, সাথে ছিলেন আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাজনাব মো: মাহবুবুর রহমান । ম্যাডাম ইউডিসির আয় ও অগ্রগতি সম্পর্কে জানলেন, আয়-ব্যায় রেজিষ্টার, সম্পত্তি রেজিষ্টার দেখলেন এবং আয় বৃদ্ধির জন্যআন্তরিকভাবে পরামর্শ দিলেন। পরিশেষে পরিদর্শন রেজিষ্টারে সুন্দর মন্তব্যলিখে স্বাক্ষর করলেন । বের হবার সময় ইউডিসির সামনে ছোট্ট একটি বাগান করারকথা বললেন যাতে ইউডিসিটি আরও দৃষ্টিনন্দন হয়। ভাবতে অবাক লাগে যে তিনি কতবড়মাপের মানুষ অথচ কথাবার্তায় কত সাধারণ। আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারপাটিকাপাড়ার পক্ষ থেকে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমরাধন্য আমরা আপ্লুত আমারা চিরঋণী চিরদিন চিরকাল।
কৃতজ্ঞতায়
মো: আনোয়ার সাদাত পাটোয়ারী
মোছা: রেবা চৌধুরী
মো: রিয়াদ ইমাম জাকারিয়া
২৮ সেপ্টেম্বর, ২০১৫খ্রি:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস